যশোরের অভয়নগরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া বাজারের আনিস ট্রেড ভ্যালীর তৃতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক উপ ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা জোনের আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজি, জেনারেল সার্ভিসেস ডিভিশনের বিভাগীয় প্রধান আব্দুস সালাম, যশোর ক্যান্টনমেন্ট কলেজের সহকারি অধ্যাপক তবিবুর রহমান, নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু দাউদ, নাওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদার, গাজীর দরগা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান।
যশোর শাখার ম্যানেজার মুস্তাফা মনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের এসএভিপি মুহতামিম বিল্লাহ, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি গোলাম মাওলা, খুলনা জোনালের দ্বিতীয় কর্মকর্তা মুনির আহমেদ, নওয়াপাড়া শাখার ম্যানেজার ইয়াছির রহমান, শাখার অপারেশন ম্যানেজার আদনান মোস্তফা। সেমিনারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মাহফুজুর রহমান।