পাবনার আটঘরিয়া উপজেলায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ ইং উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল বাতেন।
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। বিজয়ী প্রতিযোগিতাদের মাঝে বিজয় দিবসে পুরস্কার বিতরণ করা হবে।
মোট ৫১জন শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।