পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার মঙ্গলবার (২ জানুয়ারি) ট্রাক প্রতিক সমর্থনদের নিয়ে চাটমোহর উপজেলার হান্ডিয়াল, নিমাইচড়া ইউনিয়নে সমাজ বাজার সহ একাধিক পথসভা ও গণসংযোগ করেছেন। এদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক পথসভা করেন ও ভোটারদের ভোট দিতে উৎসাহিত করেন। বক্তব্যে তিনি আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ট্রাক প্রতিকে ভোট প্রার্থনা করেন।
উপজেলার হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকাল ৪ঘটিকায় হান্ডিয়াল ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডাঃ মোঃ গোলজার হোসেন, কে,এম জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলবার হোসেন, চাটমোহর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, ছাইকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হান্ডিয়াল শাখার সভাপতি এস.এম আব্দুল মাজেদ জিহাদী। এ সময় উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জনতা মিছিল নিয়ে পথসভায় যোগদেন।