বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

ই-পেপার

ফরিদপুরে ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

মেহেদী হাসান, ফরিদপুর(পাবনা):
আপডেট সময়: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ

পাবনার ফরিদপুরে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ কল্পনা আক্তার দোলা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর থানা পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর থানা পুলিশ থানাপাড়া সিএনজি স্ট্যান্ড সংলগ্ন কাদের নামে একজন হোন্ডা মেকারের দোকান থেকে কল্পনা আক্তারের ভ্যানিটি ব্যাগ চেক করে ২৬ পিস ইয়াবা পায়। কল্পনা আক্তার থানা পাড়া গ্রামের মো: আফতাব আলীর স্ত্রী।

গ্রেফতারের পর কল্পনা আক্তার দোলা জানায় তার স্বামী এই ইয়াবা গুলো থানাপাড়া সিএনজি স্ট্যান্ডে একজন লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাকে পাঠিয়েছে। আর সেজন্যই তিনি এখানে অপেক্ষা করছিলেন।

জানা যায়, কল্পনা আক্তারে স্বামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ কারনে এর আগে কল্পনা আক্তার বাড়ি থেকে চলে যায়। কিন্তু মেয়ের জন্য আবার সংসারে ফিরে আসায় পরবর্তীতে তার স্বামী আবারও মাদক ব্যবসায়ের সাথে জড়িত হতে বাধ্য করে। মঙ্গলবার বিকেলে মাদক বিক্রি করতে আসবে কল্পনা আক্তার এমন সংবাদের ভিত্তিতে এসআই নাঈম সেখানে সঙ্গীও ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: হাসনাত জামান বলেন, আটককৃত কল্পনা আক্তা কে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার সকালে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর