খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (
রামগড় বিজিবি জোন জানায়,গোপন সং
আজ বৃহস্পতিবার ভোর রাতে আঁধারমানিক বিওপির নায়েব সুবেদার আল মামুন শিকদারের নেতৃত্বে বিজিবির টহল দল অভিযান চালায়।এসময় চোরাকারবারি মালামাল ফেলে চলে যায়।পরে ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ৬কেজি গাঁজা পায় বিজিবি।
অপরদিকে গতকাল বুধবার রাতে রামগড় ৪৩ বিজিবির আওতাধীন আঁধারমানিক বিওপি চট্টগ্রাম জেলার ভুজপুর থানার হাবিবুল্লাহর চরের রাবার বাগান এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে মালিক বিহীন ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান,সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।এধরনের অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে।