পাবনার আটঘরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আক্তার( ৪৫) নামক এক শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৮ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে নরজান ক্যাডেট মাদরাসা সংলগ্ন এলাকায়। নিহত আক্তার মিস্ত্রি নরজান গ্রামের মরহুম বশির উদ্দিন মিস্ত্রির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান আক্তার মিস্ত্রি ঐ ক্যাডেট মাদরাসা সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এসময় মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।
উপস্থিত জনতা তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে। হোন্ডা চালক নগর চাচকিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে বলে এলাকাবাসী জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার।