শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে জামায়াত নেতা ডা.আব্দুল হামিদের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা পেল শত শত মানুষ

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে সেবামূলক প্রতিষ্ঠান ধলেশ্বরী হাসপাতালের চেয়ারম্যান ও জামায়াত নেতা ডা.একেএম আব্দুল হামিদ এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) নাগরপুরের সহবতপুর ইউনিয়নের কোক্দাইর গ্রামের মন্ডল বাড়িতে সকাল ৯ টা এ চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।এতে প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সেবাগ্রহীতারা জানান- ধলেশ্বরী হাসপাতাল কর্তৃপক্ষ ও আমাদের এলাকার সন্তান ডা.একেএম আব্দুল হামিদ এর মাধ্যমে আমরা পূর্বে থেকেই ফ্রি চিকিৎসা নিয়ে থাকি।তারমত মানবিক চিকিৎসক প্রতিটি এলাকায় থাকলে সকলেই জন্য ভাল হত। বিনামূল্যে চিকিৎসা প্রদান কার্যক্রমে আমরা অভিজ্ঞ ডাক্তারদের চিকিৎসা নিতে পেরেছি।
অন্য এক রোগী বলেন- ডাক্তাররা আমাদেরকে যথাযথ সময় দিয়ে আমাদের রোগের কথা জেনে পরামর্শ দিয়েছেন। আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চিকিৎসক টিম সদস্য  ডা: সিনথিয়া আলী জুঁই বলেন,ধলেশ্বরী হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার এ কে এম আব্দুল হামিদ এর নেত্বত্বে আমরা প্রায়ই ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি। তারই অংশ হিসাবে আমরা নাগরপুরে সারাদিন চিকিৎসা প্রদান করবো।তিনি আরও বলেন এই মহান ও মানবিক কাজে সরাসরি অংশগ্রহন করতে পেয়ে নিজেকে সৌভাগ্য মনে করছি,আলহামদুলিল্লাহ।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইন বিষয়ে ধলেশ্বরী হাসপাতালের পরিচালক ব্যারিস্টার হাসনাত জামিল বলেন- ধলেশ্বরী হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা  নতুন নয়। আমরা প্রায়ই এ ধরনের ফ্রি চিকিৎসা সেবা দিয়ে থাকি। কিছু ঔষধও বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। এছাড়াও বছর ব্যাপি যেকোন পরীক্ষা-নিরীক্ষায় শতকরা ২০% ছাড় সহ বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সেবা প্রদান করে থাকি।
তিনি আরও বলেন, নিজের জন্মভূমিতে সেবা দিতে পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মানুষকে বিনামূল্যে সেবা দিতে পেরে আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে। মানুষের ভালোবাসা অর্জনের চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারেনা বলে আমি বিশ্বাস করি। আমাদের এ ধরনের মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে,ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর