শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় করোনা উপসর্গ নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৪:৩৬ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:

পাবনার ভাঙ্গুড়ায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মোঃ মঞ্জুর কাদের বাবু (৫২) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।সোমবার (২৭জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলোশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি ভাঙ্গুড়া মততাজ মোস্তফা আইডিয়াল স্কুলের সহকারি শিক্ষক পদে কর্মরত ছিলেন ও পৌর সদরের মন্ডলমোড় এলাকার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ২ পুত্র সন্তানের জনক। তিনি পূর্বে থেকেই শ্বাসকষ্ট রোগে ভুগিতেছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত কয়েকদিন পূর্বে থেকেই জ্বরে ভুগিতেছিলেন তবে সামান্য জ্বর নিয়েই গত শনিবার শরৎনগর পশুর হাটে কোরবানির পশু ক্রয় করার জন্য প্রচন্ড ভীড়ের মধ্যে অবস্থান করেন। সরাদিন হাটের মধ্যে ঘোরাঘুরি করে কোরবানির পশু ক্রয় শেষে বিকালের দিকে বাড়িতে ফিরে তিনি বেশী অসুস্থ্য হয়ে পড়েন। অসুস্থ্যতা বেড়ে গেলে সোমবার সকালে তার পরিবারের লোকজন তাকে পাবনা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিৎিকসা শেষে বিকালে বাড়িতে ফেরার পথে তিনি আরও বেশী অসুস্থ্য হয়ে পড়েন। এরপর তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়াডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনে মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে স্বাস্থ্য বিধি মেনে নৌবাড়িয়া কবর স্থানে তাকে দাফন করা হয়। করোনা ভাইরাসের লক্ষণ থাকায় পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল মঞ্জুর কাদের বাবুর চিকিৎসা থেকে শুরু করে দাফন পর্যন্ত সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছেন এবং পিপিই সবরাহ করেছেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর আলম বলেন, তার দেহে করোনার লক্ষণ প্রায় সবগুলোই বিদ্যমান ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর