শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

ই-পেপার

লামা থানা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ

মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার, লামা সার্কেল মহোদয় এবং জনাব মুহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ, লামা থানা, বান্দরবান পার্বত্য জেলার তত্ত্ববধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গত ১৫/০১/২০২৬ইং তারিখ লামা পৌরসভাস্থ লামা বাজার এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রমিক ভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা খোরশেদ আলম(৪৩), সাধারণ সম্পাদক, ২নং লামা সদর ইউনিয়ন শাখা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পিতা- মৃত আব্দুল হামিদ, সাং- মেউলার চর, ০৫নং ওয়ার্ড, ০২নং লামা সদর ইউনিয়ন, থানা- লামা, জেলা –বান্দরবান’কে লামা থানার এফআইআর নং-১, তারিখ- ১২ নভেম্বর, ২০২৫ইং মামলায় গ্রেফতার করা হয় এবং ০৪নং আজিজনগর ইউনিয়ন এলাকা হতে জিআর-০৯/১০, লামা থানার মামলা নং-০৯,।
তাং-২১/০১/২০১০ইং এর ওয়ারেন্টভূক্ত আসামী মোহাম্মদ হোসাইন, পিতা-আঃ শেখ আহাম্মদ, সাং-আজিজনগর, চেয়ারম্যান পাড়া, লামা, বান্দরবান’কে গ্রেফতার করা হয়।
এছাড়া অদ্য ১৬/০১/২০২৬ইং তারিখ ০৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-৪৬/২৩, লামা থানার মামলা নং-০১, তাং-০২/০৫/২০২৩ইং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ এহেছান(৩৯), পিতা- আবুল কাশেম প্রকাশ কাছিম আলী, মোঃ মিজান(৩৩), পিতা- হামিদ হোসেন, মোঃ ওসমান (৩৬), পিতা- জাফর আলম, সর্বসাং- আব্দুল্লাহ ঝিরি, ০২নং ওয়ার্ড, ০৩নং ফাঁসিয়াখালী ইউপি, থানা- লামা, বান্দরবান পার্বত্য জেলাগণ সহ লামা থানাধীন লামারমুখ গ্রামস্থ লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাদের উপর হতে জিআর-৭৯/২৫, লামা থানার মামলা নং-০২, তাং-০৪/০৮/২০২৫ইং মামলার আসামী মোঃ জসিম উদ্দিন(২৪), পিতা- মোজাম্মেল হোসেন, মাতা- মৃত খতিজা বেগম, সাং- টিএন্ডটি পাড়া, ০৩নং ওয়ার্ড, লামা পৌরসভা, থানা- লামা, বান্দরবান পার্বত্য জেলা’দের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত সর্বমোট ০৬জন আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর