শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

ই-পেপার

রাজশাহীতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত 

রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ

​রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী নগরীর ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের পৃথক চারটি স্থানে এই সভার আয়োজন করা হয়।
​বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করে উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস)।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন নগরীর ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর ভাটাপাড়ার কামাল খাঁর মোড় ও ডিঙ্গাডোবা এবং ৯ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া ও হোসনিগঞ্জ এলাকায় পর্যায়ক্রমে এই উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন।
​আলোচনা সভায় বক্তারা জেন্ডারভিত্তিক সহিংসতার কুফল, আইনি প্রতিকার এবং পারিবারিক ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
সেশনগুলো পরিচালনা করেন ব্লাস্টের প্যারালিগাল সোমা হাসান, আবু তালেব ও অপু রাম দাস।
​স্থানীয় নারী ও পুরুষদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকগুলো জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর