সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বরণ কালের অবিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা , সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে কখনো এমন জাঁকজমকপূর্ণ ভাবে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় নি বলে অনেকে মন্তব্য করেছেন। সদ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন আকনের সার্বিক প্রচেষ্টায় হাজারও অবিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশকে স্বাগত জানিয়েছেন সুধীমহল। সমাবেশে অবিভাবকরা তাদের সন্তানদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক কবির হোসেন আকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, সহকারি প্রধান শিক্ষক (দিবা) ভারপ্রাপ্ত ওয়াহিদা সুলতানা, সরকারি প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত (প্রভাতী) শফিউল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ, মো. মমতাজ হোসেন, খোরশেদ আলম, মোস্তফা মনিরুজ্জামান, মোঃ আসাদুজ্জামান প্রমুখ। এ সময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেদায়েতুল্লাহ পলাশ।