শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনায় শিক্ষার্থীদের মাঝে রুপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে উপবৃত্তির টাকা প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২০, ৬:৪০ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি:
পাবনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার  ঘোষিত প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের  উপবৃত্তির আর্থিক সহায়তা প্রদান । তারই ধারাবাহিকতায় পাবনা জেলার পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর, বেড়া, সুজানগর ও সাঁথিয়ায় রূপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে শিক্ষার্থীদের মায়েদের মোবাইলে নগদ ৪৫০ টাকা করে প্রদান করা হচ্ছে ।  পাবনা জেলার ৯ টি উপজেলার ১১৬৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি পাবে ২০৫২৭২ জন শিক্ষার্থী ।  শিক্ষার্থীর  মায়েদের মোবাইলে উপবৃত্তির টাকা রূপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে সরাসরি প্রদান হচ্ছে।
সুবিধাভোগী শিক্ষার্থী হাসান বলেন,শিওরক্যাশের মাধ্যমে উপবৃত্তির  ৪৫০ টাকা পেলাম, সেটা পেয়ে আমার খুবই খুশি লাগছে । অন্য একজন শিক্ষার্থীর মা মাজেদা খাতুন বলেন, সন্তানের উপবৃত্তির টাকা শিওরক্যাশের মাধ্যমে খুব সহজে পেয়েছি। আমি খুবই আনন্দিত এই সময় টাকা-টা দিয়ে বাচ্চার জন্য কিছু  কিনতে পারবো । এ বিষয়ে পাবনার রূপালী ব্যাংক শিওরক্যাশের ডিস্টিবিউটর  মোঃ মামুনুর রহমান ও শিওরক্যাশের ডিস্টিবিউটর  ম্যানেজার মো: জাহাঙ্গীর হোসেন জানান, করোনা ভাইরাসের মহামারিতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপবৃত্তির আর্থিক সহায়তা রূপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে আমরা সবার নিকট পৌছে দেওয়ার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি । আশা করি ঈদের আগেই পাবনার সকল সুবিধাভোগী শিক্ষার্থী তাদের টাকা পেয়ে যাবে। শিওরক্যাশের পরিবারের সদস্য হতে পেরে আমরা সকলে গর্বিত ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
শিউরক্যাশের রাজশাহীর এরিয়া ম্যানেজার মোঃ রাউফুর রহিম জানান, আমরা সরকারের আর্থিক সহায়তা প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মায়েদের  কাছে পৌছে দিচ্ছি । তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য শিউরক্যাশ সব সময় কাজ করে যাচ্ছে । তারই ধারাবাহিকতায় উপবৃত্তির টাকা মায়েদের মোবাইলে প্রদান করে আসছে রুপালী ব্যাংক শিওরক্যাশ। উল্লেখ শিক্ষার্থীদের এই টাকা কোন খরচ ছাড়ায় মায়েরা এজেন্ট পয়েন্ট থেকে উত্তোলন করতে পারছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর