আমরা তো আপনাদের মতোই সাধারণ মানুষ। শুধু পেশাটা ভিন্ন। সাংবাদিকতা করি। সাংবাদিকতা করি বলেই কি সাংবাদিকদের উপর আপনাদের এতোটা ক্ষোভ?
সাংবাদিকরা তো নিজের কথা বলে না। কথা বানিয়েও বলে না। সংবাদে সাংবাদিকের নিজের কোন বক্তব্য থাকে না। যা ঘটছে, অন্যরা যা বলছে সে তথ্যের আলোকেই তো সংবাদ তৈরি করা হয়। তাহলে আমাদের প্রতি আপনাদের এতো ক্ষীপ্ত দৃষ্টি কেন?
আমরা কি আপনার সাফল্যের রিপোর্ট করি না? আপনাদের কষ্টের কথা তুলে ধরি না ?
দেশের উন্নয়নের চিত্র তুলে ধরি না? তাহলে কেন অপরাধ চিত্র তুলে ধরলে আপনারা ক্ষেপে যান? পেশাদারিত্বে দায়িত্ব পালন করতে গিয়ে কেন আপনারা আমাদের উপর ঝাপিয়ে পড়েন?
কিসের ভয় এতো আপনাদের ?
দেখেন কলমই আমাদের একমাত্র অস্ত্র। আমাদের পেশাটাই এমন। অপরাধের মুখোশ উন্মোচন করে সত্যে কে তুলে আনা। আধারে আলো ছড়ানোই আমাদের কাজ। অন্ধকার থেকে কাউকে আলোর পথে আনাই আমাদের সব সময়ের লড়াই।
আসলে আমরা কেউ নিয়মের বাইরে নই। আইনের বাইরে নই। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। তাই আমাদেরকে গণমাধ্যমের নিয়মনীতি মেনেই কাজ করতে হয়। আমরা দেশ ও জাতির বিবেক হয়েই তো কাজ করি। তাহলে কেন বারবার এমন হামলায় আক্রমণ হতে হয় আমাদেরকে?