মুখের মিছিলে মুখোশের ভীড়, স্বার্থের ঘরে স্বার্থ। পুরুষ কখনো হয় না আপন, না থাকলে তার অর্থ। টাকার ওজনে মন মাপামাপি, অনর্থে সব মও! কেউ কি কখনো করেছে আপন পুরুষের বেকারত্ব। চারিদিকে মিষ্টি কথায় ভালোবাসার বিষ! নিজের নিজের জায়গাতে সব ভীষণ সেলফিস! মুখের উপর রঙিন মুখোশ, স্বার্থে প্রিয়জন, কথায় আছে-অতি ভক্তি শয়তানের লক্ষণ! নিজের মূল্য হারিয়ে কখনো সাজতে যেও না ভালো, অতি ভদ্রতা জীবনের পথ করে দেবে অগোছালো জীবন। আমি তোমাকে ভালোবাসি বাহ্: কি দারুণ উদ্ধৃতি, বর্তমানে এটা শুধু মানুষ ঠকানো একলাইন আবৃত্তি! স্মৃতিগুলো পড়ে আছে, পড়ে আছে ভাঙা মন! প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন। পাথর চাপা কিছু ঘাস আজীবন হলুদ হয়েই থেকে যায় সবুজ আর হয় না! হৃদয় ভাঙা কিছু কথা থাকে, যা ভুলে যেতে চাইলেও ভোলা আর যায় না! নিজেকে অপচয় করা ছাড়া তেমন উল্লেখযোগ্য কিছুই আর করা হলো না এই না জীবনে। মন খুলে কথা বলার জন্য এতো এতো মানুষের ভীড়ের মাঝে যাকে তুমি দীর্ঘ মেয়াদে বেঁচে নিবে! দিন শেষে সে মানুষটাই তোমার মন খারাপের কারণ হবে।
লেখক মো. মুশফিকুর রহমান
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকা
মোবাইল নম্বার: ০১৭৩৪-৮০৯৭৬৭