রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে ট্রান্সফরমার চোর চক্রের চার সদস্য আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৩:৩৭ অপরাহ্ণ

পাবনার চাটমোহরে ট্রান্সফরমার চোর চক্রের চার সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) ভোর রাতে বিশেষ অভিযানে উপজেলার দোলং গ্রাম থেকে তিনজন ও কাঠেঙ্গা গ্রাম থেকে একজন কে বৈদ্যুতিক পোলে থাকা ট্রান্সফারমার চুরির দায়ে আটক করে চাটমোহর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, চাটমোহর উপজেলার দোলং গ্রামের আকবার আলীর ছেলে আলমাছ হোসেন (২২), একই এলাকার আকতার হোসেনের ছেলে শামিম হোসেন (২৬), আনোয়ার হোসেনের ছেলে নাহিদ হোসেন (২২) ও কাঠেঙ্গা সর্দার পাড়ার আবু সাঈদের ছেলে সেলিম রেজা (২৯)।

চাটমোহর থানার ওসি মোঃ সেলিম রেজা বলেন, উপজেলার বিভিন্ন মাঠে বৈদ্যুতিক পোলে থাকা ট্রান্সফারমার চুরি করেছিল ওই চোর চক্র। তাদের বিরুদ্ধে গত ১৬ই জুন চুরি মামলা দায়ের হয়। মামলা নং-১০। এ ঘটনায় আটককৃত চার জনকে শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজাতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর