রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

মানিকগঞ্জে ৭০ ভরি স্বর্ণ ও ১ লক্ষ টাকা ছিনতাই, আটক ১

মো: আকতার হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১:০৪ অপরাহ্ণ

মানিকগঞ্জের দৌলতপুরে চলতি পথে গতিরোধ করে ককটেল ফাটিয়ে দিলু রাজবংশীর কাছ থেকে  ৭০ ভরি স্বর্ণ ও ১ লক্ষ টাকা  ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।‌ দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,শুক্রবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বরংগাইল -টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর বাজারের অদূরে শ্রীদাম ঘোষের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ছিনতাইকারীদের ধরতে আসা জাকির হোসেন মৃধা (৩৬) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দৌলতপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত ছিনতাইকারী মো. জসিম উদ্দিন (৩৬) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মানিকদা এলাকার আবুল শেখের ছেলে। ভুক্তভোগী ব্যবসায়ী দিলু রাজবংশী(৪০) জানায়, আমি দৌলতপুর বাজারে মা জননী জুয়েলার্সের স্বত্বাধিকারী। প্রতিদিনের মতোই আজ রাতেও আমি আমার কর্মচারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলাম,এসময়‘পথিমধ্যে দুটি মোটরসাইকেল করে পাঁচজন ছিনতাইকারী আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আমাদের কাছে থাকা ৭০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।এসময় ‘আমাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। পরে নাগরপুরের গাংবিহালী এলাকার স্থানীয় লোকজন ছিনতাইকারীদের মোটরসাইকেল ঘেরাও করলে সেখানেও গুলি বর্ষণ করে পালিয়ে যায় তারা।‌ এক পর্যায়ে দৌলতপুরের গাজীছাইল নামক স্থানের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে ওই চক্রের এক সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।‌’দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ‘ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।‌‌ এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে কাজ করছে পুলিশ। মালামাল উদ্ধারের চেষ্টাও চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর