পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ১৪৪ পিস অবৈধ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২, পাবনা। র্যাব-১২, অধিনায়ক (সিরাজগঞ্জ) মোঃ মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় ভারপ্রাপ্ত কোম্পানি ও কমান্ডার সিনি: এএসপি কিশোর রায় এর নেতৃত্বে গতকাল (৯ অক্টোবর) সোমবার দুপুর ২.৪৫ মিনিটের সময় র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানাধীন নূর-মহল্লার বাংলাদেশ রেলওয়ে সরকারি নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পিছনের গলিতে অভিযান পরিচালনা করে ফতেমোহাম্মদপুর এলাকার মৃত কামরুদ্দিন এর ছেলে ইয়াবা ও মাদক ব্যবসায়ী মোঃ আফতাব হোসেন (৩৫) কে গ্রেফতার করে। র্যাব-১২, জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ইয়াবা ও মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে নিজ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামিকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হলে পরে তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়। র্যাব-১২, সিপিসি-২ পাবনা ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনি: এএসপি কিশোর রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।