পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা “খ” সার্কেল। সোমবার (২ আক্টোবর) দুপুরে পৌর শহরের ঈশ্বরদী থানাধীন এয়ারপোর্ট রোডের ওভারব্রিজ মোড়ে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। আটককৃত হলেন, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন লক্ষ্মীপুর বাঙালপাড়া গ্রামের মোঃ আজিম উদ্দিনের ছেলে মোঃ আব্দুল জলিল (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত একটি মাদক বিরোধী টিম নিয়ে উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উক্ত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মাদকের মামলা দায়ের করে পাবনা জেল হাজতে প্রেরণ করেন।