সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

হেডফোন লাগিয়ে রেল লাইনে বসে খেলছিলেন গেম, অতঃপর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:২৯ অপরাহ্ণ

বাড়ির পাশেই রেল লাইন। বিকাল হলেই এলাকার তরুনেরা রেললাইনে বসে আড্ডা দেন। কেউ মেতে থাকেন গল্প গুজবে। কেউ আবার মোবাইলে গেম খেলেন অথবা গান শোনেন। রেল লাইনে বসে ঝুঁকি নিয়ে এমন সময় কাটানো তরুণদের প্রতিদিনের ঘটনা। শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী জয়দেবপুর রেললাইনের চরভাঙ্গুড়া রেলগেটের এলাকায় বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলছিলেন আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবক। এমন সময় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এর ২৪ ঘণ্টা পর ওই যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুর তিনটার দিকে মারা যায়। নিহত আশরাফুল পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের চর ভাঙ্গুড়া গ্রামের শাজাহান আলীর ছেলে।

জানা যায়, আশরাফুল সহ কয়েকজন যুবক শরৎনগর রেল স্টেশনের পাশে রেলগেটে এলাকায় রেল লাইনের উপর বসে গল্প করছিলেন। এদের মধ্যে আশরাফুল কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলছিলেন। এমন সময় ট্রেন আসলে অন্যরা রেললাইন থেকে নেমে যায়। কিন্তু আশরাফুল তখনও রেললাইনে বসে গেমি খেলছিল। এমন সময় আশরাফুলকে অন্যরা ডাকলেও শুনতে পায়নি। এক পর্যায়ে ট্রেন তার অতি নিকটে এসে হুইসেল দিলে লাফিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন। তবে তখন ট্রেনের ধাক্কাতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । কিন্তু অবস্থা মুমূর্ষ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ তার মৃত্যু হয়।

চরভাঙ্গুড়া রেলগেটে দায়িত্বরত একাধিক কর্মচারী বলেন, প্রতি ঘন্টায় ঘন্টায় এই লাইন দিয়ে ট্রেন চলাচল করে। এরপরেও এলাকার ছেলেরা এসে রেললাইনে আড্ডা দেয়। অনেক নিষেধ করা সত্ত্বেও তারা কোন কথা কর্ণপাত করেন না।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন বলেন, হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে দেয়া হয়েছে। রাজশাহী থেকে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর