পাবনার ভাঙ্গুড়ায় বন্যার পানিতে ডুবে সিয়াম হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকাল চারটার দিকে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিয়াম ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শিশু সিয়াম বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে দুপুর তিনটা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে চারটার দিকে বাড়ির পাশে বন্যার পানিতে শিশু সিয়ামকে বাসতে দেখে বাড়ির সদস্যরা। এ সময় সিয়ামকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আল আমিন হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটি মারা যায়।