ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার দৈনিক সংবাদ ও দৈনিক জাহানের প্রতিনিধি সাংবাদিক নেতা মোঃ কামরুজ্জামান খান গেনু চলে গেলেন না ফেরার দেশে।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,২ মেয়ে গেছেন। এ সময় তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দীর্ঘদিন ব্লার্ড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ০১টা ৫০মিনিটে তিনি উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
সাংবাদিক নেতা কামরুজ্জামান খান গেনু নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। পারিবারিক সূত্রে জানাযায়, মরহুমের নামাজে জানাজার শনিবার (২৫ জুলাই) বাদ আসর তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়ে পারিবারিক গোরস্থানে দাফন করার কথা রয়েছে।