ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মোতালেব হোসেন বলেছেন, বস্তুনিষ্ট খবর পরিবেশনের জন্য এনটিভি এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল। বস্তুনিষ্ট খবরের আরেক নাম এনটিভি। টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) এর দিক থেকে এনটিভি অনেক এগিয়ে। তিনি আরো বলেন, এনটিভি দীর্ঘ ২৩ বছর মানুষের ভালবাসা ও আস্থার প্রতীক হয়ে দাড়িয়েছে। অনেক চড়াই উৎড়াই পেরিয়ে এনটিভি এখনো মাথা উচু করে টিকে আছে। এনটিভির খবরের মান অনেক উন্নত এবং বস্তুনিষ্ট। এনটিভির ২৩ বছরে পর্দাপন উপলক্ষ্যে শুক্রবার সন্ধায় পাবনার ভাঙ্গুড়া মিডিয়া কর্ণার মিলনায়তনে এনটিভির মাল্টিমিডিয়া প্রতিনিধি (চাটমোহর-ভাঙ্গুড়া) মো: সিরাজুল ইসলাম আপনের আয়োজনে এনটিভির বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এ কথা বলেন।
সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম রনি’র সভাপতিত্বে দৈনিক সংবাদ এর প্রতিনিধি মো: রায়হান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: শাহিনুর রহমান, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক সরকার হুমায়ূন আহমেদ মুন।
এসময় আরও বক্তব্য দেন, জনকন্ঠ পত্রিকার ভাঙ্গুড়া প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি বিকাশ কুমার চন্দ্র চন্দ, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মো: গিয়াস উদ্দিন, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো: ময়নুল হক, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মো: মাসুদ রানা, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো: শাহিবুল ইসলাম পিপুল।
এসময় উপস্থিত ছিলেন, মানব কণ্ঠের প্রতিনিধি মো: গোলাম রব্বি, দৈনিক ঘোষণার প্রতিনিধি মো: ফারুক হোসেন, ভাঙ্গুড়ার পত্রিকার এজেন্ট শ্রী দুলাল কুমার দাশ, ভাঙ্গুড়া পৌর শ্রমিক দল নেতা জহুরুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদল নেতা সামিউল ইসলাম তাজ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিসহ রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেন। পরে অতিথিরা কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করেন।