পাবনার ফরিদপুর উপজেলার জন্তিহার এলাকায় বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করে নকল দুধ তৈরির এক কারখানায় হানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে পরিচালিত এই অভিযানে কারখানার মালিক ও কর্মচারীকে কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে দেখা যায়, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ ডালডা, ভোজ্য তেল, ইউরিয়া সার, সোডিয়াম বাই কার্বনেট, ডিটারজেন্ট পাউডার, রেজিন ও ক্ষতিকর মিষ্টিকারক উপাদান মিশিয়ে কৃত্রিম উপায়ে দুধ তৈরি করা হচ্ছিল। এসব উপাদান দিয়ে তৈরি নকল দুধ বাজারে আসল দুধ হিসেবে সরবরাহ করা হতো।
অস্বাস্থ্যকর পরিবেশে নকল দুধ উৎপাদনের হাতেনাতে প্রমাণ পাওয়ায় কারখানার মালিক ও কর্মচারী রিপন হোসেন ও ইমন হোসেন সজীবকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফরিদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী রায় প্রদান করেন। রায়ে অভিযুক্ত দুইজনকে, প্রত্যেককে ০৮ মাস করে বিনাশ্রম কারাদণ্ড। প্রত্যেককে (এক লক্ষ) টাকা করে মোট দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি এবং পুলিশের একটি দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ জানান, “জনস্বাস্থ্যের সাথে যারা ছিনিমিনি খেলছে তাদের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের রুখতে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।