শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

ই-পেপার

ইনোভেট স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ

“শিক্ষা হোক ভিন্ন, সফলতা হোক নিশ্চিত”—এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত ইনোভেট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) চাটমোহর উপজেলার রেলবাজার এলাকায় অবস্থিত স্কুল প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে স্কুলের পরিচালক ও পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করাই তাদের মূল লক্ষ্য। পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিত নানা কার্যক্রম পরিচালনা করছে।
ইনোভেট স্কুল এন্ড কলেজে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষাক্রম চালু রয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক রিয়াজুল হক নয়ন এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন শিরিন আক্তার মিতু।
স্কুলটিতে একাডেমিক শিক্ষার পাশাপাশি ডে-কেয়ার ও নাইট কেয়ার সুবিধা, স্পোকেন ইংলিশ ও আরবি শিক্ষার বিশেষ ব্যবস্থা রয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রশাসনিক ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, স্থানীয় সরকার বিভাগ ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা বিভাগ, ঢাকা-এর পরিচালক (যুগ্মসচিব) মোঃ আব্দুর রহিম,মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক মোঃ নূরে আলম মেহেদী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সালাহ উদ্দিন, এবং সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আলামিন হোসেন।
নিরাপত্তার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য স্কুল গাড়ির ব্যবস্থা রয়েছে এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পুরো প্রতিষ্ঠানটি নজরদারিতে রাখা হয়।
স্বল্প সময়ের মধ্যেই শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে ইনোভেট স্কুল এন্ড কলেজ স্থানীয়ভাবে অভিভাবকদের আস্থা অর্জন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর