বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আটোয়ারী উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালপুর ধানের শীষ প্রতীকের এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টাঙ্গাইল-২ আসনে ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ সন্ত্রাস-দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: অধ্যাপক গোলাম রসুল ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত; ২ লাখ টাকা জরিমানা ও ২ জনের জেল আটঘরিয়ার পুস্তিগাছা বাজার সংলগ্ন পাকা  রাস্তা দখল করে ইটের রমরমা ব্যবসা লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা

আটোয়ারী উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক রিপামনি দেবী’র সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সমস্যা, সম্ভাবনা ও কর্মপরিকল্পনাসমুহ সভায় উপস্থাপন করেন। কমিটির সদস্যরা সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার সময় আচরণ বিধি লঙ্ঘন করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর সম্ভাবনা, চাঁদাবাজি প্রতিরোধ করা, পশু জবাই বিষয়ে প্রাণিসম্পদ দপ্তরের করণীয়,জ্বালানী তেলের দোকানের বৈধতা যাঁচাই, ফকিরগঞ্জ বাজারের যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণ,নিপা ভাইরাসে সতর্কতা অবলম্বনসহ গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প.কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর জানান,সম্প্রতি প্রতিবেশী দেশে নিপা ভাইসের সংক্রমন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের বাংলাদেশেও নিপা ভাইরাসের সংক্রমন দেখা দিয়েছে। নিপা ভাইরাস একটি মরণব্যাধি ভাইরাস। এ ভাইরাস বাদুর থেকে ছড়ায়। তাই বড়ই, পেয়ারা, খেজুরের রস থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। তিনি আরো বলেন, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭জন চিকিৎসকের মধ্যে রয়েছে মাত্র ৫জন। অন্যান্য জনবল সংকটের কারণে ইউনিয়ন পর্যায়ের চিকিৎসা কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। চিকিৎসক না থাকায় প্রত্যন্ত অঞ্চলের অসহায় রোগীদেও ভোগান্তি সৃষ্টি হচ্ছে। কিছুদিনের মধ্যে নতুন চিকিৎসক পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসক পোস্টিং হলেই বন্ধ থাকা চিকিৎসা কেন্দ্রগুলো চালু করা সম্ভব হবে। এছাড়াও নিজ নিজ দপ্তর সম্পর্কে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, আটোয়ারী থানার প্রতিনিধি এসআই মোঃ আলাউদ্দীন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি কমান্ডার নায়েক সুবেদার মোঃ হেলাল উদ্দীন ও গিরাগাঁও বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইসমাইল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, আটোয়ারী পল্লী বিদ্যুৎ অফিসের ইনস্পেক্টর মোঃ ফরহাদ হোসেন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, মোজাক্করিুল আলম, আবু জাহেদ, আবু তাহের মোঃ দুলাল, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ,আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান এবং প্রতিনিধিগণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচন ও গণভোট ২০২৬ স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা কামনা করেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপামান দেবী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর