শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

ই-পেপার

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ

ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাটে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে দ্বীপের নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী ফেরির উদ্বোধন করেন। এরপর দল দুইটির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধন উপলক্ষ্যে নলছিরা ঘাটে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা জড়ো হন। উদ্বোধন শেষে ফেরি আনার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে এনসিপি ও বিএনপির নেতাকর্মীরা। তখন পাল্টাপাল্টি স্লোগান দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

নৌবাহিনী ও পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এই ঘটনার পর এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায়, থানা, এসপি ও ডিসি অফিস ঘেরাও করার মতো কর্মসূচি দেয়ার কথা জানান নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় আব্দুল হান্নান মাসউদ।

অন্যদিকে, বিএনপি তাদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে ঘটনার জন্য এনসিপিকে দায়ী করেছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন বলেন, উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা চলে যাওয়ার পর ফেরি চালুর কৃতিত্ব নেয়াকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর