মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

হরিপুরে ১২৫০ মিলি লিটার লুজ ফেনসিডিল উদ্ধার

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৭:০১ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার পাঁচঘরিয়া মশাল ডাঙ্গী  গ্রামে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বোতল জাত করা ফেনসিডিল ২৫ পিচ ও খালি বোতল ২৩ পিচ এবং ১ হাজার ২৫০ মিলি লিটার ভারতীয় লুজ ফেনসিডিল (জারকিন সহ) উদ্ধার করেছে। থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের।
সোমবার (৭ আগষ্ট) মাদক নিয়ন্ত্রণ আইনে বশিরউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৬ আগষ্ট) দিবাগত রাত দেড় টার দিকে বশিরউদ্দিন ( ৫০) এর বাড়িতে অভিযান চালিয়ে মাদ্রক দ্রব্যসহ উপকরণ উদ্ধার করে। এ সময় লুজ ফেনসিডিল বাড়িতে এনে বোতল জাত করে দেশের অভন্তরে সর্বরাহ করার গোপন সংবাদ পেয়ে এসআই রাকিব ও রাশেদ, এবং এ এস আই ফরহাদুজ্জামান সহ সংঙ্গীয় পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে। এ সময় আসামী বশিরউদ্দিন পালিয়ে যায়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন উদ্ধার কৃত মালামাল জব্দ করে  থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হয়েছে। আসামী ধরতে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর