পাবনার ভাঙ্গুড়ায় ১২ পুরিয়া গাঁজাসহ জালাল হোসেন (২০) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৯ জুলাই) রাতে ভাঙ্গুড়া পৌর সদরের কালিবাড়ী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জালাল ভাঙ্গুড়া পৌরসভার দক্ষিণ মেন্দা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে পৌর সদরের কালিবাড়ী বাজার এলাকায় এক যুবক মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর আহমেদের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় জালাল হোসেনের দেহ তল্লাশি করে ১২ পুরিয়া গাঁজা উদ্ধার পূর্বক তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম চলনবিলের আলোকে বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।