ময়মনসিংহ নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের পূর্ব নদীরপাড় গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী, মোহাম্মদ আলীর পুত্র রাফি ও রকি মিয়া, মোহাম্মদ আলীর স্ত্রী জান্নাতের নেতৃত্বে ৭/৮জনের একটি সশস্র দল জমিজমা সংক্রান্ত গোলযোগে একই গ্রামের প্রতিপক্ষ সুমন মিয়া, ইয়াসমিন আক্তার ও বিধবা মহিলা মদিনা আক্তারের উপর শনিবার সকালে অর্তকিতে হামলা চালিয়ে গুরুতর আহত করে। উল্লেখিত ব্যক্তিদের সশস্র হামলায় ইয়াসমিন আক্তারের ডান চোখে বল্লমের আঘাতে হাড়-কাটা গুরুতর রক্তাক্ত জখম হয় এবং মদিনা খাতুনের ডানহাতের বৃদ্ধাঙ্গুল কেটে যায় ও সুমন গুরুতর আহত হয়। এসময় প্রতিপক্ষরা ইয়াসমিন আক্তারের গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ও ঝুমা আক্তারের নাকে থাকা ১০ হাজার টাকা মূল্যের ১টি স্বর্ণের নাক ফুল ছিনিয়ে নিয়ে যায়। আহতদের প্রথমে নান্দাইল হাসপাতালে নিয়ে গেলে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে পূর্ব নদীর পাড় গ্রামের মৃত কেনু মিয়ার স্ত্রী আনোয়ারা খাতুন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ইতিপূর্বে আহত মদিনা খাতুনের বাড়ীতে উল্লেখিত প্রতিপক্ষগংরা হামলা চালিয়ে মদিনা খাতুনের মেয়ে জেসমিন আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করে এবং বসতঘর কুপিয়ে ও বাইরিয়ে প্রায় ১৫/২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এব্যাপারে মদিনা খাতুন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করে।