শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

রামগড় সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ঔষুধ  জব্দ করল ৪৩ বিজিবি

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৪ জুন, ২০২৩, ৭:০৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় ও চট্টগ্রাম জেলার ভূজপুর সীমান্ত এলাকায়  অভিযান চালিয়ে ভারতীয় ঔষুধ ও  ফেন্সিডেল জব্দ করেছেবর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় ব্যাটালিয়ন।

শনিবার ২৪ জুন গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে রামগড়ের থানাঘাট হতে ভারতীয় ঔষুধ ও ভূজুপরথানার ফেনী নদীর কুল হতে ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)’র সদস্যরা।অভিযানের টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় ফেন্সিডিল নিকটস্থ ভূজপুর থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে পরবর্তীতে ধ্বংস করার জন্যব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এবং ভারতীয় ঔষুধের ব্যাপারে রামগড় থানায় সাধারণ ডায়রী করে সীতাকুন্ড কাস্টমসেজমা করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু বক্কর সাইমুম ঔষুধ ও ভারতীয় ফেন্সিডিল জব্দ করার বিষয়টি নিশ্চিতকরে বলেছেন, ঈদকে সামনে রেখে সীমান্ত চোরাচালান প্রতিরোধে তৎপর রয়েছে বিজিবি সদস্যরা। যে কোন ধরনের সীমান্তঅপরাধ ঠেকাতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর