কে এই ছোলেমান? তার খুঁটির জোর কোথায়? কৃর্তিপক্ষ তলিয়ে দেখবেন কী? সে কী মাষ্টার তো নয় যেন মাস্তান। তৃতীয় শ্রেণির সার্টিফিকেট দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে চলমান প্রধান শিক্ষক হয়ে ভূয়া নিয়োগের মাধ্যমে ৭২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেন। এই নিয়ে নাগেশ^রী জয়মঙ্গল এগারো মাথা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি সদস্য শহিদুল ইসলাম ও ফজলুল হক প্রসাশনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করার পরেও টনক নড়ছে না দূর্নীতি বাজ প্রধান শিক্ষক ছোলেমান আলীর। এ ব্যাপারে কিউ টিভি ও চ্যালেন সিক্স এর সাংবাদিক তথ্য নিতে গেলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। এই নিয়ে গোটা উপজেলায় ছিঃ ছিঃ রব বিরাজ করছে। জানা যায় কুড়িগ্রাম জেলার নাগেশ^রী উপজেলার নেওয়াশী ইউনিয়নের জয়মঙ্গল এগারো মাথা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন চাঁদাবাজ। তার চাঁদাবাজের কারনে বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীর লেখাপড়ার মান আজ দ্বার প্রান্তে। তার এই দূর্নীতি অনিয়ম ও সেচ্ছাচারিতার কারনে উক্ত প্রতিষ্ঠানের কচি-কাচা ছেলে-মেয়েরা জয়মঙ্গল এগারো মাথা উচ্চ বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে। অভিভাবকরা ধূর্তবাজ প্রধান শিক্ষক ছোলেমান আলী কুকীর্তি কারণে তাদের ছেলে-মেয়েদেরকে অন্য প্রতিষ্ঠানের ভর্তি করাতে বাধ্য করছে। দূর্নীতি ও অনিয়ম এর কারনে ম্যানেজিং কমিটির লোক শহিদুল ইসলাম ও ফজলুল হক বাদী হয়ে কুড়িগ্রাম আদালতে একটি চাঁদাবাজের মামলা দ¦ায়ের করেন। মামলা দ্বায়ের করার পর থেকে প্রধান শিক্ষক ও সভাপতি ক্ষিপ্ত হয়ে মামলার বাদীকে মেরে ফেলার হুমকি দেয়। অনেকে ধারনা করছে জয়মঙ্গল এগারো মাথা উচ্চ বিদ্যালয়টি এখন প্রধান শিক্ষক দলীয় প্রভাব দেখিয়ে মন গড়া ভাবে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে। তার এই এক তরফা প্রতিষ্ঠানের চাঁদাবাজী একের পর এক ধাপ বাড়িয়ে যাচ্ছে। এই প্রধান শিক্ষক ছোলেমান আলী ক্ষমতার একক ব্যবহার দেখে প্রতিষ্ঠানটি তার বাব দাদার ভিটা হিসেবে পরিচালনা করে আসছে। প্রধান শিক্ষক ছোলেমান আলী ও সভাপতি মন গড়া এক তরফা নিয়োগ বাণিজ্য নিয়ে কালো টাকা পাহাড় জমাচ্ছে। প্রধান শিক্ষক ও সভাপতি শিক্ষক নিয়োগের নামে প্রতিষ্ঠানে সম্পদ লুটে খাচ্ছে যেন বলার ও দেখার কেউ নাই। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলে কথা বললে তৎক্ষণিক তাদেরকে মিথ্যা মামলাসহ প্রাণ নাশার হুমকি দেয়। প্রধান শিক্ষকের অনিয়ম ও দূর্নীতি নিয়ে আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটি ঘেরাও করে অভিভাবকসহ ম্যানেজিং কমিটির লোকজন এবং দূর্নীতি বাজ প্রধান শিক্ষকের দুর্নীতি গুলো তুলে ধরে। এ ব্যাপারে সাংবাদিক ফারুক দূর্নীতি বাজ প্রধান শিক্ষক এর নিকট তথ্য চাইলে তিনি ক্ষমতার দাপট দেখিয়ে উচ্চ-বাচ্চ কথাবার্তা বলেন।