ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাব ও যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে হক ফাতেমা পাঠাগারের সহযোগিতায় মঙ্গলবার (২১জুলাই) প্রেসক্লাব মিলনায়তনে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুলের মৃত্যুতে স্বরণ সভা ও দোয়া মাহফিল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আবু হানিফ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরণ সভায় মরহুম বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুলের কর্মবহুল জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন যুগান্তর স্বজন উপদেষ্ঠা মো. এনামুল হক বাবুল, গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক ফখর উদ্দিন আহম্মেদ, সিনিয়র শিক্ষক নেকবর আলী, রাজগাতী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক এবি সিদ্দিক খসরু, মো. শফিকুল ইসলাম, শাহজাহান ফকির প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের অডিটর মাওলানা ইসলাম উদ্দিন। স্বরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মঞ্জুরুল হক মঞ্জু, রফিকুল ইসলাম রফিক, শাহাব উদ্দিন ফকির, রমজান আলী, আবু হানিফা, রফিকুল ইসলাম মোড়ল, ফরিদ মিয়া, মাওলানা আমিনুল ইসলাম সহ যুগান্তর স্বজন সমাবেশের সদস্য/সাংবাদিকবৃন্দ।