সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় মাছভর্তি গাড়ির ধাক্কায় এক ব্যাক্তি নি*হ*ত, আ*হ*ত ১ জন  বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী বিভিন্ন কিন্ডারগার্ডেন ও মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষিণ সুলতানপুর স: প্রা: বি: ভর্তি দেখিয়ে উপবৃত্তির টাকা দেওয়ার অভিযোগ  পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সেরা সংগঠন সম্মাননা পেল বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (বিএসএসকেপি) চাটমোহরে মাদ্রাসার সুপারকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোর গ্রেফতার ভূঞাপুরে রাতের আধারে কৃষি জমির মাটি কেটে বিক্রি, অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন

ঝালকাঠিতে অসহায় পরিবারকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২০ জুলাই, ২০২০, ১১:২৯ অপরাহ্ণ

    রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি গ্রামের এক অসহায় ঋষি ( মুচি) পরিবারের বসত ঘরের বাহিরের বারান্দার আড়ার সাথে ১১পিচ ইয়াবা রেখে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। হতদরিদ্র সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ৩ কাঠা জমি গ্রাস করতেই এই ইয়াবা রেখে উদ্ধারের নাটক সাজিয়েছে বলে তারা অভিযোগ করেছে। দীর্ঘ দিন ধরে স্থানীয় একটি ভূমিলোভী চক্রের লোলুপ দৃষ্টি পড়ায় তারাই ভিটামাটি ছাড়া করার জন্য পুলিশকে ম্যানেজ করে ইয়াবা রেখেছে ও তার ভাই রবিন দাসকে আটক করিয়েছে বলে দাবী করেন।
      ঝালকাঠি সদর থানার ওসি মো: খলিলুর রহমান জানান, সোমবার দুপুর ১২টা দিকে নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামে গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে রবীন দাসের (৪৫) ঘরের সামনের বারান্দার আড়ায় লুকানো অবস্থায় ১১পিস ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় রবীন দাসকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
     এ বিষয়ে ঝালকাঠির একমাত্র নারী মুচি সবিতা দাস জানায়, তার ভাই রবিনের পান-সিগারেট কোন কিছুর নেশা নাই, কসাইয়ের কাজ করে সংসার চালায়। আর সে স্থানীয় ইউনিয়ন পরিষদের বারান্দায় ফুটপাতে মুচির কাজ করে সংসারের সহায়তা করে। আমরা যদি ইয়াবা বেচতাম তাহলে একজন নারী হয়েও আমাকে ফুটপাতে জুতা সেলাই করতে হতো না। কয়েক বছর ধরে এলাকার স্থানীয় একটি প্রভাবশালী ভূমিলোভী চক্র তাদের পৈত্রিক জমিটুকু হাতিয়ে নিতে জোরপূর্বক বিক্রিসহ নানাধরনের হুমকী-ধূমকি দিয়ে আসছিল।
   সংগ্রামী এ নারী মুচি সবিতা আরও বলেন, এই চক্রের মদদে এলাকার কিছু বখাটে ও খারাপ লোক বিভিন্ন অজুহাতে দিনরাতে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করতো। তাদের কখনো নিষেধ করলে আমার মা-বোনদের সাথে খারাপ ব্যবহার করতো। তার মৃত পিতার মোট ৫ কাঠা জমি থাকলেও ২ কাঠা খালে বিলিন হয়ে গেছে। এখন অবশিষ্ট তিন কাঠা জমিতে ভাঙ্গাচুরা একটি ঘরে তারা বসবাস করে আসছে।
     ইতিপূর্বে তাদের ঘরের সামনে পৈত্রিক জমিতে স্থানীয় কতিপয় লোক জোরপূর্বক দোকান ঘর উঠিয়ে ভাড়া আদায় করলেও আমরা ভয়ে তাতে বাঁধা দিতে সাহস পাইনি। এখন শেষ সম্বল জমিটুকু গ্রাস করতে ইয়াবা উদ্ধারের নাটক সাজিয়ে আমার ভাইকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে হয়রানি করছে বলে দাবী করেন সবিতা।
     এ ব্যাপারে সদর থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, পরিবারটি যদি ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে তবে সেটা তদন্তে বেড়িয়ে আসবে। পুলিশ সঠিক ও নিরপেক্ষ তদন্ত করবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর