লামার পার্শ্ববর্তী চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে ফরম বাণিজ্য, অনিয়ম ও সংগঠন বিরোধী কর্মকান্ড করার অভিযোগ উঠেছে।
গতকাল সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, আগামী মঙ্গলবার (৯ মে,২০২৩ ইং,) বর্ণিত ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সভাপতি পদে ৫,০০০ টাকা করে ৩জন ও সেক্রেটারি পদে ৪,০০০ টাকা করে ২ জন ফরম কিনেছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের ইউনিয়ন, ওয়ার্ড কমিটির পদে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে গঠনতন্ত্র এ কোথায় এভাবে ফরম বাণিজ্য করার নির্দেশনা নাই।
আরও হুট-হাট বা যখন-তখন আওয়ামী লীগের শাখা (ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, থানা, উপজেলা, জেলা ও মহানগর) কমিটি বিলুপ্তি করা যাবে না। শাখা কমিটি বিলুপ্তি করতে হলে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন নিতে হবে। এমন সাংগঠনিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
ইতিমধ্যে আগের কমিটি তাড়াহুট করে কমিটি বিলুপ্ত করে নিজেদের অনুগত্য লোক দিয়ে নামে মাত্র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। তাদের দিয়ে অনৈতিক কর্মকান্ড করছে বলে জানান স্থানীয় নেতা-কর্মীরা। এছাড়াও বিএনপির নেতাকে ওয়ার্ড আ,লীগের সভাপতি বানানোর পায়তারা: ফরম বাণিজ্য করছে তারা। হাইব্রিড নেতা কর্মীদের দিয়ে নামে মাত্র কাউন্সিলর তালিকা প্রণয়ন এর কাজ চলছে। এতে করে নেতা কর্মীদের ক্ষোভ,হতাশা,মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ৯ (নয়) নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ লোকমান, ছালেহ আহমদ, সেক্রেটারি আমান উল্লাহ্সহ কয়েকজন ত্যাগী নেতাকর্মীরা জানান, ইউনিয়ন আওয়ামীগের নেতাবৃন্দ ইচ্ছামত কমিটি বিলুপ্ত, গঠন, আমাদের অসম্মান করছে।
সভাপতি পদে তিন জনের মধ্য ২ জন শফিক আহমদ ও জামাল উদ্দীন অন্য এলাকার গজালিয়া ইউনিয়ন এর ১ ও ৩ নং ওয়ার্ড লোক ও ভোটার, তাদের মধ্য শফিক আহমদ গত কিছু দিন পূর্বেও বিএনপির কমিটিতে ছিল। ইউনিয়ন লীগ তাদের নাম দিয়ে রাতারাতি কাগজ সৃজন করে কমিটি বানায় আওয়ামীগ বানানোর জন্য । এতে করে দলের ত্যাগী,পরিক্ষিত তৃণমূল নেতা কর্মীরা বঞ্চিত হচ্ছে। এটি আগামীতে দলের জন্য অশনিসংকেত। যাহার কারও কাম্য নয়। এর মধ্য আমরা পদপ্রার্থীরা টাকা দিয়ে ফরম কিনেছি। আমরা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এর কাছে হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে বমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম এর মোটোফোনে যোগাযোগ করা হলে তিনি আামাদের সাথে যোগাযোগ করেন বলে ফোন কেটে দেন এবং বার বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও রিসিভ করেননি তিনি।