মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সরদার পাড়া সড়ক তৈরি কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সরজমিনে গেলে ঐ এলাকার স্হানীয় বাসিন্দা বজলুর রহমান @ (বজলে) সরদার, আজিজুর রহমান (জুলু) সহ অন্যান্যরা জানান সরকটি তৈরিতে কোন নিয়ক কানুন মানা হচ্ছে না। সড়কটিতে ব্যবহার করা হচ্ছে ঐ রাস্তারই বহু বছরের পুরান ইটের খোয়া। তাছারা খোয়া ও বালু দেওয়ার ব্যাপারেও হচ্ছে অনিয়ম। রাস্তার কাজে হচ্ছে না রুলার ব্যাবহার,কোন রকম হযবরল ভাবেই কাজটি সম্পন্ন করা হচ্ছে বলে তাদের অভিযোগ। এ বিষয়ে রাস্তার ঠিকাদারের সঙ্গে কথা বলতে চাইলে সেখানে পাওয়া যাইনি ঠিকাদার / ঠিকাদারের কোন প্রতিনিধিকে।
রাস্তার কাজে কর্মরত শ্রমিক দের কাছে ঠিকাদার সম্পর্কে জানতে চাইলে শ্রমিক সরদার মোঃ ভুট্ট আলম জানান এ রাস্তার ঠিকাদার কে তা জানিনা, তবে রাস্তাটির কাজের দায়িত্বে আছেন নওয়াপাড়া পৌরসভার ইঞ্জিনিয়ার মোঃ আকরাম হোসেন (যীনি সরকারী চাকুরী করে) মুঠোফোনে আকরাম সাহেবের কাছে রাস্তা তৈরি কাজে অনিয়মের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রাস্তার কাজের ঠিকাদার নজরুল ইসলাম জোয়ারদার তার বাড়ি চুয়াডাঙ্গা।কোন এক অজ্ঞাত কারনে তিনি কাজের সাইডে আসতে পারেনা, সেজন্যই রাস্তার কাজে নিয়োজিত শ্রমিকরা তাকে চিনে না। এদিকে এলাকাবাসীর দাবী রাস্তা তৈরিতে অনিয়ম বন্ধ না হইলে কাজ বন্ধ থাকবে।