আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্বপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দৈনিক জনকন্ঠের ভোলা চরফ্যাশনের নিজস্ব সংবাদদাতা ও দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক ও প্রকাশক এ.আর.এম মামুন। রবিবার রাতে চরফ্যাশন হাসপাতাল থেকে সাংবাদিক পরিবারের করোনা পজিটিভ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাংবাদিক এ.আর.এম মামুন জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কারো সংস্পর্শে এসে আমি আক্রান্ত হয়েছি। কয়েকদিন যাবত স্ত্রী মারজিয়া বেগম শান্তা, পুত্র মাসরুর রহমান মাসফু ও আবরার রহমান মাহির জ্বর, ঠান্ডা-কাশি দেখা দেয়। এরপর বৃহস্পতিবার চরফ্যাশন হাসপাতালের করোনাভাইরাস পরীক্ষার বুথে নমুনা দেয়ার পর রবিবার রাতে চারজনের শরীরেই করোনা ভাইরাস পজিটিভ ফল আসে।
তিনি ও তার পরিবারের সদস্যরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে উল্লেখ করেন। করোনা থেকে মুক্ত হওয়ার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।