মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোর চাঁচড়া চেকপোস্ট এর পাশে পাবলিক টয়লেটের সামনে থেকে ৪ নারীর কাছে থাকা ১২২ বোতল ফেনসিডিলসহ আটক করেছে যশোর কোতোয়ালি মডেল থানার চাঁচড়া ফাড়ীর পুলিশ। অনুসন্ধানে জানা যায়, যশোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম)সাহেবের নির্দেশনায় যশোরকে মাদকমুক্ত করার নিমিত্তে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান এর নির্দেশে চাঁচড়া পুলিশ ফাঁড়ী এসআই মোঃ মফিজুর রহমান,সংগীয় এএসআই মোঃ সোহাগ হোসেন ও সংগীয় ফোর্স সহ চাঁচড়া চেকপোষ্ট এলাকায় পাবলিক টয়লেট এর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ১। রিপা আক্তার (৫০),২। মোছাঃ আসমা আক্তার (৩০),৩। মোছাঃ শিখা পারভীন (৪২),৪। নাজমা আক্তার (২৫) তাদের গতিবিধি সন্দেহ জনক মনে হইলে,মহিলা পুলিশ দ্বারা তাদের শরীর তল্লাশি পরিচালনা করে।উক্ত মাদক পাচারকারী ৪ নারী হইতে ১২২ বোতল ফেন্সিডিল পেয়ে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয় যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন উক্ত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১৪(গ) রুজু করা হইয়াছে।মামলা নং-৪৪।