সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় মাছভর্তি গাড়ির ধাক্কায় এক ব্যাক্তি নি*হ*ত, আ*হ*ত ১ জন  বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী বিভিন্ন কিন্ডারগার্ডেন ও মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষিণ সুলতানপুর স: প্রা: বি: ভর্তি দেখিয়ে উপবৃত্তির টাকা দেওয়ার অভিযোগ  পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সেরা সংগঠন সম্মাননা পেল বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (বিএসএসকেপি) চাটমোহরে মাদ্রাসার সুপারকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোর গ্রেফতার ভূঞাপুরে রাতের আধারে কৃষি জমির মাটি কেটে বিক্রি, অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন

মনিরামপুরের মেয়াদউত্তীর্ন ও কম দামের ঔষুধের রমরমা ব্যবসা, ফার্মেসী মালিক আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২০, ৮:৫১ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

মনিরামপুরের মশিয়াহাটিতে চলছে জমজমাট মেয়াদউত্তীর্ন ওষুধের ব্যবসা। অভিযোগ রয়েছে বিভিন্ন স্থান থেকে স্বল্প মূল্যে মেয়াদউত্তীর্ন ওষুধ কিনে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের কাছে বাজার মূল্যে বিক্রি করে অধিক লাভ করছে।ফলে মেয়াদউত্তীর্ন ওষুধ সরবরাহ করায় এলাকার হাজারো রোগী মৃত্যুঝুকির মধ্যে দিনাতিপাত করছে। অথচ প্রশাসন রয়েছে এ ব্যাপারে সম্পূর্ন নির্বিকার। মেয়াদউত্তীর্ন ওষুধ বিক্রির সময় হাতে নাতে শর্বরী ফার্মেসীর মালিক সুকুমার বিশ্বাসকে আটক করে স্থানীয়রা। পরে ফার্মেসীতে তালা ঝুলিয়ে দেয়া হয়। অনুসন্ধানে জানাযায়, মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের মশিয়াহাটি বাজারে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে মেয়াদউত্তীর্ন ওষুধের বেচাকেনার একটি সিন্ডিকেট। অভিযোগ রয়েছে এ সিন্ডিকেটের প্রধান দায়িত্বে রয়েছেন মেসার্স শর্বরী ফার্মেসীর মালিক সুকুমার বিশ্বাস। সুকুমার বিশ্বাসের আওতায় রয়েছে এলাকার বেশ কয়েকজন কোয়ার্ক ডাক্তার(পল্লী চিকিৎসক)। এসব কোয়ার্ক ডাক্তারদের মাধ্যমে তিনি খুলনা এবং যশোরের পাইকারী মোকাম থেকে দেশি-বিদেশী বিভিন্ন কোম্পানীর মেয়াদউত্তীর্ন ওষুধ সংগ্রহ করেন স্বল্প মূল্যে। পরে ওই ওষুধের লেবেল ব্লেড দিয়ে ঘষে(মেয়াদের তারিখ) উঠিয়ে বাজার মূল্যে বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে ইতিপূর্বে মেয়াদউত্তীর্ন ওষুধ বিক্রিকালে কয়েকবার ধরা পড়েন শর্বরী ফার্মেসীর মালিক সুকুমার বিশ্বাস।

 

লখাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উৎপল বিশ্বাস অভিযোগ করেন, তার কাছেও বিক্রি করা হয়েছে মেয়াদউত্তীর্ন ওষুধ। কেসি সার্জিক্যাল এন্ড শিশু(প্রা:)হাসপাতালের মেডিকেল অফিসার ডা: প্রশান্ত কুমার বিশ্বাস জানান,দীর্ঘদিন ধরে মেয়াদউত্তীর্ন ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে সুকুমার বিশ্বাসের বিরুদ্ধে। মেডিকেল অফিসার জানান, গত শুক্রবার তিনি একজন রোগীকে প্রেসক্রিপশন করেছিলেন ন্যাপ্রো-এ ৫০০ ট্যাবলেট এবং রোলাক্স ৬০ ইনজেকশন। কিন্তু সন্ধ্যার দিকে ওই রোগী শর্বরী ফার্মেসী থেকে কোম্পানীর নির্ধারিত মূল্যেই(এমআরপি) মেয়াদউত্তীর্ন ট্যাবলেট একং ইনজেকশন বিক্রি করা হয়। রাতে ইনজেকশন পুশ করার সময় মেয়াদউত্তীর্ন লক্ষ্য করা যায়। বিষয়টি জানাজানি হবার পর রোগীর স্বজনরা প্রতিবাদে ওই রাতেই মশিয়াহটি বাজারে শর্বরী ফার্মেসীতে গিয়ে হামলা চালিয়ে সুকুমারকে লাঞ্চিতের পর তালা ঝুলিয়ে দেয়। শনিবার এক পর্যায়ে সুকুমার মুচলেকা দিয়ে রেহায় পান। এছাড়াও অভিযোগ রয়েছে গতমাসে মেয়াদউত্তীর্ন গ্লুকোজ পাওডার বিক্রিকালে সুকুমার ধরা পড়েন। এসময় স্থানীয়রা ওই গ্লুকোজের প্যাকেট সুকুমারের গলায় ঝুলিয়ে বাজারে ঘুরিয়ে নিয়ে বেড়ান। তারপরও সুকুমার মেয়াদউত্তীর্ন ওষুধের কারবার করে আসছে। মেডিকেল অফিসার ডা: প্রশান্ত কুমার বিশ্বাষ জানান, মেয়াদউত্তীর্ন ওষুধ ব্যবহার করলে রোগীর মৃত্যুর সম্ভাবনা থাকে শতকরা ৯৫ ভাগ। আর অধিক লাভের আশায় সুকুমার ও তার লোকজন মেয়াদউত্তীর্ন ওষুধ বিক্রি করে রোগীদের মৃত্যুর দিকে টেলে দিচ্ছে।

 

বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি মনিরামপুর সাব কমিটির অবৈতনিক সম্পাদক আলমগীর হোসেন মন্টু জানান, মেয়াদউত্তীর্ন ওষুধ বিক্রি করা আইনগত দন্ডনীয় অপরাধ। তাকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। এ ব্যাপারে কথা হয় যশোরের ড্রাগ সুপার রেহান হাসানের সাথে। তিনি জানান, গত মাসে তিনি শর্বরী ফার্মেসীতে অভিযান চালিয়ে এক বস্তা অবৈধ স্যাম্পল উদ্ধার করে জরিমানাও করা হয়। তবে এবার না ছাড়ার প্রত্যয় ব্যক্ত করে ড্রাগ সুপার জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।তবে শর্বরী ফার্মেসীর মালিক সুকুমার বিশ্বাস এ ব্যাপারে কোন সদুত্তোর দিতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর