মোঃ নাজমুল হুদা,নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে রুপচাঁদা মাছের নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। দাম কম বলে নিম্ন আয়ের মানুষের কাছে এ মাছের চাহিদা বেশি। এটি তাদের কাছে ‘সমুদ্রের চান্দা’ হিসেবে পরিচিত। শনিবার নগরের বৃহৎ মাছের আড়ত ফিসারীঘাটে অভিযান চালিয়ে ১২’শ কেজি রাক্ষুসে পিরানহা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এক আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে অভিযানে অংশ নেন জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল আমীন, আবুল কালাম আজাদ, কামাল উদ্দিন, কোস্টগার্ডের কর্মকর্তা শফিউল্লাহ ও নগর পুলিশের সদস্যরা। শনিবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালানো হয়।
এ সময় মমিন সওদাগরের আড়তে বিক্রি ও সংরক্ষণ নিষিদ্ধ ২০০ কেজি পিরানহা মাছ পাওয়া যায়। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে আড়তে বিক্রির জন্য আনা এক হাজার কেজি পিরানহা মাছ ভর্তি ট্রাক রাস্তায় ফেলে পালিয়েছে মালিক ও চালক। মাছগুলো জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘যে আড়তদারকে জরিমানা করা হয়েছে তিনি তার রেজিস্ট্রার খাতায় পিরানহা মাছকে চাঁন্দা মাছ উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিক্রয়কর্মী জানান- ’ফিসারীঘাটে পিরানহা মাছকে চাঁন্দা বা চাঁদা মাছ বলে বিক্রি করা হয়।
’ তিনি বলেন, পিরানহা মাছকে রুপচাঁদা বলে ক্রেতাদের ঠকাচ্ছেন ব্যবসায়ীরা। নিষিদ্ধ মাছগুলো সাতক্ষীরা, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, এমনকি ভারত থেকে চট্টগ্রামের ফিসারীঘাটের আড়তে আসছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। যারা নিষিদ্ধ মাছ চাষ, বিক্রি ও সংরক্ষণ করবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল আমীন জানান, বাংলাদেশের জলজ পরিবেশের সঙ্গে পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ সংগতিপূর্ণ নয়। এগুলো রাক্ষুসে স্বভাবের। অন্য মাছ ও জলজ প্রাণীদের খেয়ে ফেলে। দেশীয় প্রজাতির মাছ তথা জীববৈচিত্র্যের জন্য এগুলো হুমকিস্বরূপ।
এ কারণে সরকার ও মৎস্য অধিদপ্তর আফ্রিকান মাগুর ও পিরানহা মাছের পোনা উৎপাদন, চাষ, উৎপাদন, বংশ বৃদ্ধিকরণ, বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে পিরানহা এবং ২০১৪ সালের জুন থেকে আফ্রিকান মাগুরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।