স্টাফ রিপোর্টার:
খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ঘন্টায় মাদকবিরোধী অভিযানে ৮জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৮টি মামলা হয়েছে। কেএমপি’র মুখপাত্র এডিসি কানাইলাল সরকার জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হল- নগরীর ৬৩ আহসান আহম্মেদ রোড থেকে রূপসার ইলাইপুর আক্কাজের মোড়ের বাসিন্দা হানিফ শেখের ছেলে মোঃ কল্লোল শেখ(২৭), খালিশপুরের হাউজিং পুরাতন কলোনীর মৃত আঃ মান্নানের ছেলে মোঃ নজরুল ইসলাম(২৮), দৌলতপুরের দেয়ানা মধ্যপাড়া বকুলতলা মোড়ের মৃত মোদাচ্ছের হোসেন মধুর ছেলে মিজানুর রহমান মির্জা(৫৮), পাবলা সবুজ সংঘমাঠের পাশের মোঃ রাজু শেখের ছেলে মোঃ রাহাত শেখ(২৩), বরিশালের বাকেরগঞ্জের রঘুনাথপুরের মৃত হাসেম হাওলাদারের ছেলে মোঃ রফিকুল ইসলাম রফিক(৪৩), হবিগঞ্জের বানিয়াচংয়ের মন্ধুর এলাকার মোঃ দোলন মিয়ার ছেলে মোঃ মিলন(১৯), হরিণটানার চরাকৃষ্ণনগরের মোঃ কামাল মোল্যার ছেলে মোঃ মাহাফুজুর রহমান(১৭) ও রূপসার বাদাল এলাকার মোঃ আব্দুস সাত্তারের ছেলে মোঃ আমীনুল ইসলাম মিন্টু(৪১)। এসব মাদক বিক্রেতাদের কাছ থেকে ৪৫ বোতল ফেন্সিডিল ও ১১১পিস ইয়াবা জব্দ করা হয়েছে।