মোঃ কামাল হোসেন যশোর থেকে:
কেশবপুরে দশম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও গর্ভধারণের ঘটনায় আলামিন সরদার নামে এক লম্পটকে আটক করেছে পুলিশ। কেশবপুর উপজেলার শ্রীফলা গ্রামের শরিফুল ইসলামের মাছের ঘেরে এই ঘটনা ঘটে। এব্যাপারে মেয়েটির পিতা বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেছেন। আসামি আলামিন শ্রীফলা গ্রামের শহিদুল সরদারের ছেলে। বাদী মামলায় উল্লেখ করেছেন, তার মেয়ে একটি মাদ্রাসায় দশম শ্রেণিতে লেখাপড়া করে। মেয়েটির সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
এক পর্যায় পাশেই শরিফুরের মাছের ঘেরে নিয়ে গত বছরের আগস্ট মাস থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত বিভিন্ন সময় ধর্ষণ করে। সম্প্রতি মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে তার পিতা কেশবপুর থানায় মামলা করেছেন। পুলিশ আসামি আলামিন সরদারকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।