মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া থেকে ইজিবাইক চুরির অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শহরের বেজপাড়া কবরস্থানের পাশ থেকে তাদের আটক করা হয়। এব্যাপারে শংকরপুর চোপদারপাড়ার আশরাফ আলী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। আটককৃতরা হলো, সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে রনি গাজী, রামনগর ধোপাপাড়া ওয়ারলেস অফিসের পেছনের মৃত সেলিম হোসেনের ছেলে রিপন এবং যশোর শহরের বেজপাড়া কবরস্থান রোডস্থ্য পরশমনি আবাসিক প্রকল্প এলাকার মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া লাল্টু শেখের ছেলে পারভেজ।
বাদীর দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করেছেন, তার শ্যালক শহিদুল ইসলামের একটি ইজিবাইক আছে। গত ১৩ জুলাই দুপুর আড়াইটার দিকে ইজিবাইকটি বাড়ির সামনে রাস্তার ওপর রেখে খাবার খাওয়ার জন্য বাড়ির মধ্যে যান। আধাঘণ্টা পর ফিরে এসে দেখতে পান ইজিবাইকটি নেই। তিনি বিভিন্ন স্থানে ইজিবাইকের সন্ধান করতে থাকেন। বৃহস্পতিবার গভীর রাত দেড়টার দিকে শহরের বেজপাড়া কবরস্থানের পাশে রনিসহ ৭/৮ জন আড্ডা দিচ্ছিল। ওই সময় তারা পাশের খোকনের গ্যারেজ থেকে ইজিবাইক চুরির পরিকল্পনা করছিল।
সংবাদ পেয়ে আশরাফ আলীসহ কয়েকজন সেখানে গেলে রনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পিছু ধাওয়া করে তাকে আটকের পর গণপিটুনি দিলে সে ইজিবাইক চুরির কথা স্বীকার করে। রনির স্বীকারোক্তিতে বাকি দুইজনের পরিচয় জানার পুলিশের সহায়তায় তাদেরকেও আটক করা হয়।