স্টাফ রিপোর্টার:
দায়িত্ব অবহেলার অভিযোগের দায়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে থানা থেকে ক্লোজড করে কেএমপির পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কেএমপির নির্ভরযোগ্য সুত্র এর সত্যতা স্বীকার করেছেন। উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাতে মশিয়ালি গ্রামের প্রভাবশালী হাসান মাস্টারের তিন ছেলে জাফরিন, জাকারিয়া ও মিলটন এলাকায় নিজস্ব বাহিনী নিয়ে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জের ধরে নির্বিচারে গুলি করে ৪ জনকে হত্যা করে। সেই ঘটনায় ওসি শফিকুল ইসলামের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠে।