মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোর শহরের পূর্ব বারান্দীপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার মালোপাড়ায় রাস্তার উপর এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত আলাউদ্দিন (২২) শহরের আরবপুরের শুকুর আলীর ছেলে। যশোর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, সকালে আলাউদ্দিন পূর্ব বারান্দীপাড়া মালোপাড়ায় মদন কুমারের বাড়ির পাশে আসলে দুষ্কৃতকারীরা তার উপর হামলা চালায়। হামলাকারীরা তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ সংবাদ লেখা পযন্ত স্হানীয় থানায় কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা যায়।