নিজস্ব প্রতিনিধি:
মধুপুর উপজেলায় একই পরিবারের নারী ও শিশুসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে স্থানীয়দের খবর পেয়ে উপজেলার পল্লী বিদ্যুৎরোড এলাকার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিস নিহত চার জন হলেন- গণি মিয়া (৪৫) ও তার স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৭) ছেলে তাজেল (১৬) ও মেয়ে সাদিয়া (৯)।