রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই আহত ১০

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০, ৯:৫৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:

খুলনায় পূর্ব শত্রুতার জের ধরে খুলনায় প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মশিয়ালীর ইস্টার্ন গেট এলাকায় এ ঘটনা ঘটে। খানজাহান আলী থানার এসআই শওকাত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকার বাসিন্দা নজরুল ইসলাম শেখ (৬০) ও গোলাম রসুল শেখ (৩০)। আহতরা হলেন, সাইফুল, আফসার, শামিম, রবি, খলিল, রানাসহ ৯/১০ জন। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার খানজাহান আলী থানা পুলিশ অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। যিনি জাকারিয়া গ্রুপের সদস্য বলে জানা যায়। তাদের ধারণা প্রতিপক্ষের লোকজন পুলিশে ধরিয়ে দিয়েছে। যার সূত্র ধরে এ হামলার ঘটনা ঘটে।

 

এ ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হলেও গুরুতর আহত অবস্থায় নজরুল ও রসুলকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় নাম উঠে আসা জাকারিয়া থানা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক এবং জাফরিন খুলনা মহানগর ছাত্রলীগের বহিস্কৃত সহ-সভাপতি বলে জানা যায়। অপর একটি সূত্র জানায়, মশিয়ালীতে জাফরিন, জাকারিয়া ও মিল্টন তিন ভাইয়ের একটি বাহিনী রয়েছে। তাদের সাথে এলাকার ফকির গংদের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে ফকির গংদের সাথে মিল্টনের মেয়েলি একটি ব্যাপার নিয়ে কথাকাটা কাটাকাটি হয়।

 

পরে ফকির গংরা ওই তিন ভাইয়ের বাড়িতে হামলা চালাতে যায়। এসময়ে তারা তিন ভাই জাকারিয়ার নেতৃত্বে গণহারে গুলি চালায়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। এদিকে এ ঘটনার প্রতিবাদে এলাকার ৩/৪ টা মসজিদের মাইকে ঘোষণা দিলে লোক জড়ো করে মশিয়ালীতে জাফরিন, জাকারিয়া ও মিল্টনদের বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষের লোকেরা। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে সূত্রগুলো জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর