আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ট্রাকের ধাক্কায় দূর্ঘটনায় আহত জেলার গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের মাহিন্দ্রা চালক আব্দুর রশিদ আকন (৫০) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা গেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় সড়কের উপর যত্রতত্র ভাবে রাখা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর ভাবে আহত হন মাহিন্দা চালক রশিদ। এরপর থেকে তিনি শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।