সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।ঘটনাটি ঘটেছে,গতকাল রবিবার বিকেল পৌনে পাঁচটার দিকে হাটিকুমরুল রোড গোল চত্বরে।প্রত্যক্ষদর্শীরা জানায়,হাটিকুমরুল রোড গোল চত্বরের ঢাকা ঢাকা রোড এলাকায় এক মোটর সাইকেল আরোহি রাস্তার উপর পড়ে যায়।পিছন থেকে আসা ঢাকাগামী পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।নিহত মোটর সাইকেল আরোহী হাটি কুমরুলের জমশের আলীর ছেলে মেহেদী হাসান বলে নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি।