তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত সাংবাদিক আশরাফুল ইসলাম রনি টানা ২১দিন করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সাথে যুদ্ধ করে তিনি করোনা মুক্ত হয়েছেন। করোনা জয়ী সাংবাদিক আশরাফুল ইসলাম রনি দৈনিক খোলা কাগজ ও পরিবর্তন ডট কমের তাড়াশ উপজেলা প্রতিনিধি।
বুধবার (১৫জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামাল মিয়া শোভন।
এ বিষয়ে সাংবাদিক আশরাফুল ইসলাম রনি বলেন, হোম কোয়ারান্টাইনে থেকে নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন ও নিয়মকানুন পালন করেছি। এ ছাড়া সকলের দোয়া ও ভালাবাসায় এখন আমি সুস্থ।
প্রসঙ্গত, গত ২৫ জুন ১২ জনের নমুনা সংগ্রহ করে শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে সাংবাদিক রনির রেজাল্ট পজিটিভ আসে। পরে তিনি ২১ দিন হোম কোয়ারান্টাইনে থেকে এবং স্বাস্থ্য বিধি মেনে চলে এখন করোনামুক্ত হয়েছেন।