রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেরার ইল্লা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যানের চাপায় এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও গুরুতর আহত হয়েছেন আরও এক নারী।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে বরিশাল থেকে ফরিদপুরগামী একটি পিকআপ ভ্যান ইল্লা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে গিয়ে দুই নারী একজন পুরুষকে চাঁপা দেয়। এতে পুরুষ পথচারী বারেক বেপারী (৬০), মহাসড়কের পাশে বসে পাটের আশ ছাড়ানো অবস্থায় থাকা লিপি আক্তার (৩০) ও আলেয়া বেগম (৫০) নামের তিনজন গুরুতর আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষনিক গৌরনদী হাইওয়ে পুলিশের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তিন হনকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বারেক বেপারী ও লিপি আক্তারের মৃত্যু হয়। নিহত বারেক বেপারী ইল্লা গ্রামের হাশেম বেপারীর ছেলে ও লিপি আক্তার ডাসার থানার পূর্ব পুয়ালী গ্রামের তাজুল ফকিরের স্ত্রী। এঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটিকে আটক করেছে বলে জানিয়েছেন ওসি।